শনিবার চাঁদ দেখার পর শুরু হল ঈদের প্রথম রোজা। জানা গেছে, রমজান মাসের তারাবি সুন্নত নামাজ শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে।রবিবার ভোর সাড়ে তিনটের মধ্যে সেহরি খাবার খেয়ে ফজরের নামাজ হয়।তারপর সারাদিন রোজা, সন্ধের সময় মাগরিবের নামাজের আজান শুনে আবার খাওয়া-দাওয়া।একমাস ধরে চলবে এই ব্যবস্থা। অর্থাৎ আজকের চাঁদ থেকে পরের চাঁদ ওঠার মধ্যে কখনো ২৯টা কখনো বা ৩০টা রোজা করবেন মুসলিমরা। এই নিয়ম মহিলারা বাড়িতে পালন করবেন।
একজন ইমাম সাহেবা হবেন ও বাকিরা তাকে অনুসরণ করে নামাজ পড়বেন একই পদ্ধতিতে একই সময়ে বলে জানা গেছে। মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়াকে বলা হয় জমাত। কেউ যদি না আসতে পারেন অথবা কর্মক্ষেত্র কোথাও আটকে পড়েন তাহলে সময় অনুযায়ী সেইখানেই উপযুক্ত পরিবেশ তৈরি করে নামাজ পড়ে থাকেন। তবে জামাতের সাথে নামাজ পড়া অনেকটাই ভালো বলে মুসলিম সমাজে মনে করা হয়।
শিশুদের ক্ষেত্রে ১২ বছরের নিয়ম থাকলেও অনেক সময় অভিভাবকদের সাথে এসে তারাও এই প্রথায় অভ্যস্ত হয়। তবে নামাজের আগে উজু করা অর্থাৎ নিজেকে পবিত্র করে তবেই প্রবেশ করতে হয় মসজিদে এমনই বিধান দেয় ইসলাম।
নামাজ পড়া হলো আল্লাহর এবাদত অর্থাৎ উপাসনা করা, এরপরে আল্লাহর কাছে দোওয়া অর্থাৎ আশীর্বাদ চাওয়া হয়। সারাদিন রোজা থেকে একমাসের প্রতীক্ষায় থাকে সমগ্র মুসলিম সমাজ।কারণ, এক মাস পরেই থাকে খুশির ঈদ।