আইপিলের হাত ধরে বহুদিন পর কলকাতায় ফিরেছে ক্রিকেটের চেনা উন্মাদনা। ২৪ আর ২৫ মে ইডেনে পরপর আইপিএল প্লে-অফের দুটি ম্যাচ হবে। কলকাতা নাইট রাইডার্স না খেললেও এই ম্যাচ দুটির টিকিটের চাহিদা তুঙ্গে। তাই এবার আইপিএলের জন্য কলকাতা মেট্রো বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল। সন্ধ্যার আইপিএল শেষ হতে হতে প্রায় ১২টা বেজে যায়। তাই তাদের বাড়ি ফিরতে বেশ চিন্তা হয়ে যায়।
সে কথা ভেবেই ওই দু’দিন দুটি বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সোমবার তাদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী ২৪ ও ২৫ শে মে রাত ১২টায় দুটি বিশেষ ট্রেন চালানো হবে। এই দুই ট্রেন শুধুমাত্র আইপিল দর্শকদের কথা ভেবেই চালানো হচ্ছে। ইডেনের কাছাকাছি এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের দিকে দুটি মেট্রো চলবে । রাত ঠিক ১২টায় এসপ্ল্যানেড থেকে দুদিকের ট্রেন ছাড়বে। গন্তব্যে পৌঁছবে সাড়ে বারোটা নাগাদ।