সোমবার সকাল থেকেই লাগাতার বৃষ্টি শুরু হয়েছে কেদারনাথে। যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো মন্দিরের দরজা। ফলে যে সকল তীর্থযাত্রীরা কেদারনাথের উদ্দেশ্যে রওনার প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে এই মুহূর্তে যারা কেদারনাথে রয়েছেন, তাঁদেরও মন্দিরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। হোটেলে ফিরে যেতে বলা হয়েছে সকলকে।
পাশাপাশি, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনারও ব্যবস্থা করা হচ্ছে। এই প্রসঙ্গে রুদ্রপ্রয়াগের সার্কেল অফিসার প্রমোদ কুমার বলেন, ”এই মুহূর্তে প্রবল বর্ষণের জেরে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সকাল থেকে লাগাতার ভারী বৃষ্টি চলছে। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে আমরা তীর্থযাত্রীদের হোটেলে ফিরে যেতে বলেছি।
পায়ে হেঁটে এই যাত্রাপথ এখন ঝুঁকিপূর্ণ।” প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত দু’বছর চারধাম যাত্রা বন্ধ ছিল। চলতি বছরের মে মাসের ৩ তারিখ থেকে পুনরায় এই যাত্রা শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চারধাম যাত্রা শুরু করেন পুণ্যার্থীরা। ৬ই মে ভক্তদের জন্য কেদারনাথের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর সবে মাত্র পূর্নাথীরা ভিড় জমাচ্ছিলেন মহাদেবের দ্বারে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে তাদেরও হতাশার মুখ দেখতে হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে ক্ষতির মুখেও পড়েছে ওখানকার ব্যবসায়ীরা।